০১ আগস্ট ২০১৯ থেকে সকল আনঅফিসিয়াল মোবাইল বন্ধ হয়ে যাবে। BTRC


১লা আগস্ট ২০১৯ তারিখ হতে নকল/ক্লোন IMEI সম্বলিত মোবাইল হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত হলে পরবর্তীতে National Equipment Identity Register (NEIR) এর মাধ্যমে নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছেন BTRC.

এমতাবস্থায়, মোবাইল ফোন হ্যান্ডসেট ক্রয়ের পূর্বে  সেটটির IMEI এর সঠিকতা নিম্নোক্ত পদ্ধতি অনূসরন পূর্বোক যাচাই করে ক্রয় করা এবং বিক্রেতার নিকট হতে ক্রয় রশিদ গ্রহনের জন্য অনুরোধ করা হলো। এই সকল তথ্য জানিয়েছেন BTRC.

যেভাব চেক করবেনঃ
যেকোন মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD(space)১৫  IMEI নম্বর লিখে ১৬০০২ তে প্রেরন করতে হবে। (Example: KYD 123456789012345).

*#06# ডায়াল করলে হ্যান্ডসেটের IMEI জানতে পারবেন।

Photo Collected From BTRC Website.

Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. যতটুক শুনেছি বা জানি আমি ১ আগষ্টের আগের কেনা ফোন গুলো কিছু হবে না, ১আগষ্ট থেকে নতুন কোন ফোন কিনলে সেই ফোন যদি আনঅফিসিয়াল বা নকল আইএমইআই ফোন হয়ে থাকে তাহলে আর সেই ফোনে নেটওয়ার্ক পাবে না

    ReplyDelete

Top Post Ad

Below Post Ad

Sponsored