নেইমারকে নিয়ে কটুক্তিতে জরিমানা গুনতে হলো পি এস জি কে!

                                         Image Source: pratidinersangbad.com

অনলাইন ডেস্কঃ
বিতর্ক যেন পিছু ছাড়ছে না নেইমারের। এবার ভিন্ন কারণে খবরের শিরোনাম হলেন নেইমার। যদিও সরাসরি দায় নেই নেইমারের। তাকে উদ্দেশ্য করে দর্শকরা কটুক্তি এবং আপত্তিকর ব্যানার মাঠে আনার কারণে জরিমানা গুনতে হলো তার দল প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি)।

গত ১২ই আগস্ট ফরাসি লীগ ওয়ান আসরে নিমের বিপক্ষে ম্যাচে ছিলেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। সে ম্যাচে ৩-০ গোলে জেতে পিএসজি। সেদিন গ্যালারিতে দেখা যায় দুইটি ব্যানার। যেখানে লেখা ছিলো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পিএসজি ছাড়ার পরামর্শ এবং তার আচার আচরণে দর্শকদের অসন্তুষ্টির কথা।

কিন্তু এমন ব্যানারকে সহজভাবে নেয়নি ফরাসি পেশাদার ফুটবলারদের সংগঠন। দর্শকদের এমন আচরণের কারণে পিএসজিকে তারা ২০০০ ইউরো জরিমানা করেছে। একই সঙ্গে ভবিষ্যতের জন্য সতর্কও করা হয়েছে ফরাসি লীগের বর্তমান চ্যাম্পিয়নদের।


চলতি মৌসুমে এখনও পিএসজির জার্সি গায়ে নামা হয়নি নেইমারের। কখনও বার্সেলোনা, আবার কখনও তার রিয়াল মাদ্রিদে যাওয়ার খবর চাউর হচ্ছে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Sponsored