এবার বাংলাদেশী সিনেমাতে সানি লিওন!

                                                        Image Source: jobvacanciesdubai.com




বিনোদনঃ
কানাডিয়ায় জন্মগ্রহনকারী ভারতীয়-আমেরিকান অভিনেত্রী সানি লিওন বাংলাদেশি সিনেমায় কাজ করার জন্য একটি চুক্তি বদ্ধ হয়েছেন।

দেশের নতুন পরিচালক শামীম আহমেদ রনি পরিচালিত 'বিক্ষোভ' সিনেমা্র একটি আইটেম গানে অভিনয় করবেন স্যালি লিয়ন। পরিচালক শামীম আহমেদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিক্ষোভ সিনেমার একটি গানে পারফর্ম করবেন সানি লিওন। এটাকে আইটেম সংও বলা যেতে পারে। তবে গানটির শুটিং হবে মুম্বাইতেই।

সেলিম খান প্রযোজনা করছেন 'বিক্ষোভ' ছবিটি। কলকাতার বিখ্যাত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী এবং রজতাভ দত্ত এই ছবিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

রনি বলেছেন, বিক্ষোভ সিনেমাটি একটি রাজনৈতিক প্রসঙ্গে তৈরি করা হবে। মুভিটি সম্পর্কে বিস্তারিত সেপ্টেম্বরে একটি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে প্রকাশ করা হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Sponsored