*আসসালামুয়ালাইকুম
নতুন ফেসবুক সম্পর্কে জানতে পুরো পোষ্টটি পড়ুন।অনেক কষ্ট করে লিখলাম।
.
*ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ জানিয়েছেন তার কোম্পানি পূর্বের যেকোনো সময়ের থেকে বর্তমানে ব্যবহারকারীদের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিচ্ছে।
.

.
.
নতুন ফেসবুক সম্পর্কে জানতে পুরো পোষ্টটি পড়ুন।অনেক কষ্ট করে লিখলাম।
.
*ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ জানিয়েছেন তার কোম্পানি পূর্বের যেকোনো সময়ের থেকে বর্তমানে ব্যবহারকারীদের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিচ্ছে।
.

.
.
*তিনি ফেসবুকে কেন্দ্র করে একটি উক্তি দিয়েছেন “দ্যা ফিউচার ইজ প্রাইভেট।”
.
.
.
*তিনি বলেছেন যে তাদের মাঝে নিরাপত্তায় কিছু দুর্বলtতা আছে কিন্তু সেটি তারা কাটিয়ে নিরাপত্তার আরো জোরদার করে মানুষের বিশ্বাস অর্জন করতে চাই তারা
.
.
.
*তিনি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার পাশাপাশি ব্যবহারকারীদের কাছে ফেসবুককে আরো বেশি আকর্ষণীয় করার জন্যে বিভিন্ন নতুন ফিচার, অ্যাপ্লিকেশন এবং সেবা চালু করার কথা বলেছেন জাকারবার্গ।
.

.
*তারা ফেসবুকের ওয়েবসাইট, ফেসবুক অ্যাপ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম এ খুব শীগ্রই পরিবর্তন আনতে যাচ্ছে যেটি আপডেট এখন দেওয়া শুরু করেছে তারা এবং ধিরে ধিরে খুব অল্প সময় আমরা এর পুরো পরিবর্তন লক্ষ করতে পারবো।
.

.
.

.
*তিনি বলেছেন যে তাদের মাঝে নিরাপত্তায় কিছু দুর্বলtতা আছে কিন্তু সেটি তারা কাটিয়ে নিরাপত্তার আরো জোরদার করে মানুষের বিশ্বাস অর্জন করতে চাই তারা
.
.

.
*তিনি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার পাশাপাশি ব্যবহারকারীদের কাছে ফেসবুককে আরো বেশি আকর্ষণীয় করার জন্যে বিভিন্ন নতুন ফিচার, অ্যাপ্লিকেশন এবং সেবা চালু করার কথা বলেছেন জাকারবার্গ।
.

.
*তারা ফেসবুকের ওয়েবসাইট, ফেসবুক অ্যাপ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম এ খুব শীগ্রই পরিবর্তন আনতে যাচ্ছে যেটি আপডেট এখন দেওয়া শুরু করেছে তারা এবং ধিরে ধিরে খুব অল্প সময় আমরা এর পুরো পরিবর্তন লক্ষ করতে পারবো।
.

.
*মার্ক জাকারবার্গের আরো বলেন তারা ব্যবহার কারিকে একটি সচ্ছ ফেসবুক দেওয়ার চেষ্টা করবে
যেটির জন্য ফেসবুকের পুরো নকশা বদলে ফেলছে তারা।
.
*এছাড়াও ফেসবুক থেকে তারা নিল রঙের বারটি বাদ দিয়েছে এবং সেটি সাদা এবং সচ্ছ করেছে তুলেছে।
.

.
তার এবার ঘুব বড়ো ধরনের পরিবর্তন নিয়ে আসছে যেখানে তার অসংখ্য ফিচার একসাথে এড করতে যাচ্ছে
যেটি কিনা আমাদের সবাইকে অবাক করে দিবে।
.

.
.
*ফেসবুক নতুন যে ফিচার গুলো এড হতে যাচ্ছে সেগুলো একবার জেনে নি
.
.
.
*মেসেঞ্জার অ্যাপ
.
ফেসবুক মেসেঞ্জারেও আসতে চলেছে কিছু আপডেট।
.

.
ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্যমতে, তারা পুনঃনির্মাণ করতে চলেছে মেসেঞ্জার অ্যাপটি, যার পেছনে মূল উদ্দেশ্য হলো একে আরো দ্রুতগতির ও নির্ভরযোগ্য হিসেবে গড়ে তোলা। নবনির্মিত অ্যাপটিতে আগের সকল সুযোগ-সুবিধা তো পাওয়া যাবেই,
.

.
পাশাপাশি ফেসবুক তার ব্যবহারকারীদেরকে সুযোগ করে দিচ্ছে মেসেঞ্জার কনট্যাক্টসের কারো সাথে ভিডিও চ্যাট চলাকালীন অন্য কোনো ভিডিও দেখারও। এই নতুন ফিচারটির নাম রাখা হয়েছে “ওয়াচ টুগেদার”
.

.
এছাড়া ডেস্কটপের জন্যও ফেসবুক কর্তৃপক্ষ একজোড়া মেসেঞ্জার সংস্কারের কাজ শুরু করে দিয়েছে,
.

.
যার একটি হলো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য, অপরটি ম্যাক ওএসের জন্য।
.

.
মেসেঞ্জারের এই নতুন দুটি সংস্করণে ফেসবুক মেসেঞ্জারের সুযোগ-সুবিধাগুলোও পরিপূর্ণভাবে পাওয়া যাবে।
.

.
এবং সর্বশেষ, মেসেঞ্জারে থাকবে একটি নতুন “ক্লোজ ফ্রেন্ডস” সেকশন, যেখান থেকে ব্যবহারকারীরা সহজেই সেসব বন্ধুদের স্টোরি ও মেসেজ খুঁজে বের করতে পারবে, যাদের সাথে তাদের সবচেয়ে বেশি কথা হয়।
.
.
.
ফেসবুক তাদের মেসেঞ্জার অ্যাপের গতি আরও বাড়াতে চাইছে। সেই উদ্দেশে আনা হচ্ছে বেশ কিছু ডিজাইন ও ইউআই-গত পরিবর্তন।
পাশাপাশি স্মার্টফোনে যাতে কম জায়গা নেয় মেসেঞ্জার অ্যাপ, সেই দিকেও রাখা হচ্ছে নজর। ৩০ এমবি -এর কম আকারে সীমাবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে মেসেঞ্জারকে।
.

.
মেসেঞ্জারে চ্যাট বট অপশান চালু হতে যাচ্ছে এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে একাধিক মেসেজের উত্তর দেওয়া যাবে।
.

.
এই চ্যাট-বট আরও উন্নত ও মসৃণ করতে চাইছে ফেসবুক।
.
.
.
*মেসেঞ্জারে অ্যাপয়েন্টমেন্ট সুবিধা:
বিভিন্ন ব্যবসার জন্য গ্রাহককে সঙ্গে সহজে যুক্ত করার ও ব্যবসায় গ্রাহক টেনে আনার সুবিধা থাকবে নতুন মেসেঞ্জারে। বিভিন্ন প্রতিষ্ঠানে বুকিং ও অ্যাপয়েন্টমেন্ট সুবিধা আরও সহজ করবে ফেসবুক। এ প্রক্রিয়া বেশির ভাগই চ্যাট বটের মাধ্যমে করা হবে।
.
*মার্ক জাকারবার্গের আরো বলেন তারা ব্যবহার কারিকে একটি সচ্ছ ফেসবুক দেওয়ার চেষ্টা করবে
যেটির জন্য ফেসবুকের পুরো নকশা বদলে ফেলছে তারা।
.
*এছাড়াও ফেসবুক থেকে তারা নিল রঙের বারটি বাদ দিয়েছে এবং সেটি সাদা এবং সচ্ছ করেছে তুলেছে।
.

.
তার এবার ঘুব বড়ো ধরনের পরিবর্তন নিয়ে আসছে যেখানে তার অসংখ্য ফিচার একসাথে এড করতে যাচ্ছে
যেটি কিনা আমাদের সবাইকে অবাক করে দিবে।
.

.
.
*ফেসবুক নতুন যে ফিচার গুলো এড হতে যাচ্ছে সেগুলো একবার জেনে নি
.
.
.
*মেসেঞ্জার অ্যাপ
.
ফেসবুক মেসেঞ্জারেও আসতে চলেছে কিছু আপডেট।
.

.
ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্যমতে, তারা পুনঃনির্মাণ করতে চলেছে মেসেঞ্জার অ্যাপটি, যার পেছনে মূল উদ্দেশ্য হলো একে আরো দ্রুতগতির ও নির্ভরযোগ্য হিসেবে গড়ে তোলা। নবনির্মিত অ্যাপটিতে আগের সকল সুযোগ-সুবিধা তো পাওয়া যাবেই,
.

.
পাশাপাশি ফেসবুক তার ব্যবহারকারীদেরকে সুযোগ করে দিচ্ছে মেসেঞ্জার কনট্যাক্টসের কারো সাথে ভিডিও চ্যাট চলাকালীন অন্য কোনো ভিডিও দেখারও। এই নতুন ফিচারটির নাম রাখা হয়েছে “ওয়াচ টুগেদার”
.

.
এছাড়া ডেস্কটপের জন্যও ফেসবুক কর্তৃপক্ষ একজোড়া মেসেঞ্জার সংস্কারের কাজ শুরু করে দিয়েছে,
.

.
যার একটি হলো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য, অপরটি ম্যাক ওএসের জন্য।
.

.
মেসেঞ্জারের এই নতুন দুটি সংস্করণে ফেসবুক মেসেঞ্জারের সুযোগ-সুবিধাগুলোও পরিপূর্ণভাবে পাওয়া যাবে।
.

.
এবং সর্বশেষ, মেসেঞ্জারে থাকবে একটি নতুন “ক্লোজ ফ্রেন্ডস” সেকশন, যেখান থেকে ব্যবহারকারীরা সহজেই সেসব বন্ধুদের স্টোরি ও মেসেজ খুঁজে বের করতে পারবে, যাদের সাথে তাদের সবচেয়ে বেশি কথা হয়।
.
.

.
ফেসবুক তাদের মেসেঞ্জার অ্যাপের গতি আরও বাড়াতে চাইছে। সেই উদ্দেশে আনা হচ্ছে বেশ কিছু ডিজাইন ও ইউআই-গত পরিবর্তন।
পাশাপাশি স্মার্টফোনে যাতে কম জায়গা নেয় মেসেঞ্জার অ্যাপ, সেই দিকেও রাখা হচ্ছে নজর। ৩০ এমবি -এর কম আকারে সীমাবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে মেসেঞ্জারকে।
.

.
মেসেঞ্জারে চ্যাট বট অপশান চালু হতে যাচ্ছে এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে একাধিক মেসেজের উত্তর দেওয়া যাবে।
.

.
এই চ্যাট-বট আরও উন্নত ও মসৃণ করতে চাইছে ফেসবুক।
.
.

.
*মেসেঞ্জারে অ্যাপয়েন্টমেন্ট সুবিধা:
বিভিন্ন ব্যবসার জন্য গ্রাহককে সঙ্গে সহজে যুক্ত করার ও ব্যবসায় গ্রাহক টেনে আনার সুবিধা থাকবে নতুন মেসেঞ্জারে। বিভিন্ন প্রতিষ্ঠানে বুকিং ও অ্যাপয়েন্টমেন্ট সুবিধা আরও সহজ করবে ফেসবুক। এ প্রক্রিয়া বেশির ভাগই চ্যাট বটের মাধ্যমে করা হবে।
.
*গ্রুপের উন্নয়ন বাড়তি
.
*ফেসবুকের পাবলিক ও প্রাইভেট উভয় ধরনের গ্রুপেই আপডেট প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রথম যে পরিবর্তনটি দেখা যাবে তা হলো, ফেসবুকের মোবাইল অ্যাপে একটি নতুন গ্রুপ ট্যাব। এই মুহূর্তে ফেসবুক অ্যাপে যে গ্রুপ ট্যাবটির দেখা মেলে, সেখানে খুঁজে পাওয়া যাবে অনেক নতুন নতুন ফিচার।
যেমন ধরুন, এখন আপনাকে নিজে থেকেই নিজের আগ্রহ অনুযায়ী বিভিন্ন গ্রুপ খুঁজে বের করতে হয়।
.

.
কিন্তু তখন ফেসবুক স্বয়ংক্রিয়ভাবেই আপনাকে আপনার আগ্রহের বিষয়ের উপর ভিত্তি করে বিভিন্ন গ্রুপে যোগদানের সাজেশন দেবে।
এছাড়া গ্রুপগুলোতে থাকবে চ্যাটরুম। গেমিংয়ের জন্য থাকবে বিভিন্ন পৃথক গ্রুপের ব্যবস্থা। হেলথ গ্রুপে আপনি অ্যাডমিনের সহায়তায় নিজের পরিচয় গোপন করেই বিভিন্ন পোস্ট দেয়ার সুযোগ পাবেন। আর জব গ্রুপগুলোতে আপনার নিজের তৈরি তালিকা অনুযায়ী চাকরির জন্য অ্যাপ্লাই করার সুযোগ থাকবে।
.

.
..
*ইনস্টাগ্রাম আপডেট
.

.
ইনস্টাগ্রামের সবচেয়ে বড় আপডেটটি একটি নতুন ক্যামেরা আপডেটেড ক্যামেরাটিতে রয়েছে বিশেষ “ক্রিয়েট মোড”,
.

.
যার মাধ্যমে সহজেই আপনি আপনার ইনস্টাগ্রাম পোস্টে বিভিন্ন ইফেক্ট ও স্টিকার যোগ করতে পারবেন।
.

.
এছাড়া এই নতুন ফিচারটি আপনাকে সাহায্য করবে ইনস্টাগ্রামে চিরাচরিত ছবি বা ভিডিও আপলোডের বাইরেও, অন্যান্য বিভিন্ন কনটেন্ট যেমন কুইজ, পোল ইত্যাদি শেয়ার করতে।
তাছাড়া নতুন আরেকটি ফিচারও , যার মাধ্যমে ইনস্টাগ্রাম অ্যাপের ভেতর থেকেই বিভিন্ন পণ্য ক্রয় করা যাবে। পণ্য বিক্রয়ের সুবিধাটিও কেবল কোম্পানিগুলোর হাতে কুক্ষিগত না রেখে বিভিন্ন শিল্পী, অ্যাথলেট ও সৃজনশীল নির্মাতাদেরকেও সে সুযোগ থাকছে
.

.
এছাড়া ইনস্টাগ্রামে নতুন একটি ব্যবস্থা চালু করা হবে যা একজন ব্যক্তির ফিড থেকে সকল লাইক উধাও করে দেবে,
.
*ফেসবুকের পাবলিক ও প্রাইভেট উভয় ধরনের গ্রুপেই আপডেট প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রথম যে পরিবর্তনটি দেখা যাবে তা হলো, ফেসবুকের মোবাইল অ্যাপে একটি নতুন গ্রুপ ট্যাব। এই মুহূর্তে ফেসবুক অ্যাপে যে গ্রুপ ট্যাবটির দেখা মেলে, সেখানে খুঁজে পাওয়া যাবে অনেক নতুন নতুন ফিচার।
যেমন ধরুন, এখন আপনাকে নিজে থেকেই নিজের আগ্রহ অনুযায়ী বিভিন্ন গ্রুপ খুঁজে বের করতে হয়।
.

.
কিন্তু তখন ফেসবুক স্বয়ংক্রিয়ভাবেই আপনাকে আপনার আগ্রহের বিষয়ের উপর ভিত্তি করে বিভিন্ন গ্রুপে যোগদানের সাজেশন দেবে।
এছাড়া গ্রুপগুলোতে থাকবে চ্যাটরুম। গেমিংয়ের জন্য থাকবে বিভিন্ন পৃথক গ্রুপের ব্যবস্থা। হেলথ গ্রুপে আপনি অ্যাডমিনের সহায়তায় নিজের পরিচয় গোপন করেই বিভিন্ন পোস্ট দেয়ার সুযোগ পাবেন। আর জব গ্রুপগুলোতে আপনার নিজের তৈরি তালিকা অনুযায়ী চাকরির জন্য অ্যাপ্লাই করার সুযোগ থাকবে।
.

.
..
*ইনস্টাগ্রাম আপডেট
.

.
ইনস্টাগ্রামের সবচেয়ে বড় আপডেটটি একটি নতুন ক্যামেরা আপডেটেড ক্যামেরাটিতে রয়েছে বিশেষ “ক্রিয়েট মোড”,
.

.
যার মাধ্যমে সহজেই আপনি আপনার ইনস্টাগ্রাম পোস্টে বিভিন্ন ইফেক্ট ও স্টিকার যোগ করতে পারবেন।
.

.
এছাড়া এই নতুন ফিচারটি আপনাকে সাহায্য করবে ইনস্টাগ্রামে চিরাচরিত ছবি বা ভিডিও আপলোডের বাইরেও, অন্যান্য বিভিন্ন কনটেন্ট যেমন কুইজ, পোল ইত্যাদি শেয়ার করতে।
তাছাড়া নতুন আরেকটি ফিচারও , যার মাধ্যমে ইনস্টাগ্রাম অ্যাপের ভেতর থেকেই বিভিন্ন পণ্য ক্রয় করা যাবে। পণ্য বিক্রয়ের সুবিধাটিও কেবল কোম্পানিগুলোর হাতে কুক্ষিগত না রেখে বিভিন্ন শিল্পী, অ্যাথলেট ও সৃজনশীল নির্মাতাদেরকেও সে সুযোগ থাকছে
.

.
এছাড়া ইনস্টাগ্রামে নতুন একটি ব্যবস্থা চালু করা হবে যা একজন ব্যক্তির ফিড থেকে সকল লাইক উধাও করে দেবে,
যাতে আপনি তার ফিডে গিয়ে সে কী ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট শেয়ার করেছে সেদিকেই পূর্ণ মনোযোগ দিতে পারেন,
সে কত লাইক পেয়েছে সেদিকে নয়।
.
.
সে কত লাইক পেয়েছে সেদিকে নয়।
.
.
.
*পোর্টাল অ্যাপ
.

.
এছাড়া এই গ্রীষ্মেই চলে আসতে পারে একটি নতুন পোর্টাল অ্যাপ, যেটির মাধ্যমে আপনি আপনার ক্যামেরা রোল থেকে সরাসরি কোনো ছবি “সুপারফ্রেম” ফিচারে যোগ করতে পারবেন। এছাড়া এই গ্রীষ্মেই ফেসবুক এতে যোগ করবে ভিডিও মেসেজ, ফ্যাশ ব্রিফিং, অ্যামাজন প্রাইম ভিডিও, ফেসবুক লাইভ প্রভৃতি সেবা। সেই সঙ্গে থাকবে ফেসবুকের নিজস্ব ফিল্টার ব্যবস্থাও।
*পোর্টাল অ্যাপ
.

.
এছাড়া এই গ্রীষ্মেই চলে আসতে পারে একটি নতুন পোর্টাল অ্যাপ, যেটির মাধ্যমে আপনি আপনার ক্যামেরা রোল থেকে সরাসরি কোনো ছবি “সুপারফ্রেম” ফিচারে যোগ করতে পারবেন। এছাড়া এই গ্রীষ্মেই ফেসবুক এতে যোগ করবে ভিডিও মেসেজ, ফ্যাশ ব্রিফিং, অ্যামাজন প্রাইম ভিডিও, ফেসবুক লাইভ প্রভৃতি সেবা। সেই সঙ্গে থাকবে ফেসবুকের নিজস্ব ফিল্টার ব্যবস্থাও।

*ফেসবুক এবার অত্যাধুনিক সভ্যতার নেটওয়ার্ক গড়ার লক্ষে কাজ করছে এবং সেটিকে বাস্তবায়ন করতে যাচ্ছে।

.
এই সবগুলো আপডেট এইবছরের মধ্যে (2019) সালের মধ্যে সম্পুর্ন করবে বলে তথ্য দিয়েছেন মার্ক জাকারবার্গ।
ভালো লাগলে কমেন্ট করবেন।
তথ্য সূত্র : https://web.facebook.com/business/news এবং মার্ক জাকারবার্গের লাষ্ট লাইভ টিভি সো।