খুলে দেওয়া হলো পাবজি!



কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আবার খুলে দেওয়া হয়েছে স্মার্টফোনভিত্তিক মোবাইল গেম পাবজি। এটি আর ‘ব্লক’ নেই বলে নিজের ভেরিফায়েড ফেসবুক থেকে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

শুক্রবার (১৮ অক্টোবর) বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য পাবজি গেমসের গেটওয়ে বন্ধ করা হয়েছে বলে জানানো হয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার অপরাধ ও নিরাপত্তা বিভাগ থেকে। এদিন পাবজি খেলতে পারেননি এর ব্যবহারকারীরা। সরকারের এমন সিদ্ধান্তে পক্ষে-বিপক্ষে বিতর্কও তৈরি হয়।

তবে একই দিন রাত ১০টা ৮ মিনিটে মন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেসবুক পেজের এক পোস্টে জানান, এটি আর ব্লক নেই। তিনি লেখেন – ‘PUBG  ব্যবহারকারী যারা এটি ব্লক করায় নাখোশ ছিলেন তারা জেনে খুশি হবেন যে এটি আর ব্লক করা নেই।’

তবে এ বিষয়ে এখন পর্যন্ত মন্ত্রী বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পাবজির সঙ্গে আরও বন্ধ হওয়া ‘কল অব ডিউটি’ও খুলে দেওয়া হয়েছে কিনা সেটি এখনও অস্পষ্ট।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Sponsored