Follow our Facebook Page BDMag24 Follow

Some Tips On Getting Google AdSense Approval Fast On The Blogger Site Bangla Tips- BDMag24

Blogger, Adsens, Tips, Tricks, Bdmag24, Bdmag24.com
A R Akash
The Blogger Site Bangla Tips- BDMag24

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন আর  BdMag24 এর সাথে থাকলে ভালো থাকতেই হবে। যাই হোক বক বক না করে কাজের কথায় আসা যাক।

বাংলাদেশের শতকরা ৫০% লোকেরাই মনে হয় ব্লগার সাইটের সাথে জড়িত। এদের সবারই ছোটো খাটো, আবার কারো বড়, পারসোনাল কিংবা বিজনেস সাইট রয়েছে।

সবাই চায় তাদের সাইটে যেনো গুগলের এড গুলো দেখিয়ে কিছু পয়সা পকেটে রাখতে পারে।

কিন্তু সঠিক উপায়ে সাইট কাস্টমাইজ করতে না পারায় গুগলে এডসেন্সের জন্য সাবমিট করলে এডসেন্স পায় না, রিভিউ হতেই ১৪ দিন লেগে যায় এরপরে গুগল বলে আপনার সাইটের এই সমাধান সলভ করুন ওটা করুন “অনেক অনেক “ভেজাল পড়ে যায়। বিরুক্ত হয়ে অনেক সাইটের মালিক সাইটে এডসেন্স পাওয়ার আশাই ছেড়ে দেয়। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি টিপস গুলো।

(১) সাইটে ৩৫+ পোস্ট থাকতে হবে।


(২) সাইটে দুইটি পেজ থাকতেই হবে, কন্টাক্ট আস এবং এবাউট আস।

(৩) সাইটের কন্টেন্টগু‌লো কপি পেস্ট হতে পারবেনা, এবং ডাউনলোড লিংক ডাইরেক্ট সাইটের হতে হবে।

(৪) সাইটে অতিরিক্ত পেজ রাখা যাবে না। 

(৫) সাইটের পোস্টে লেখার পরিমাণ কমপক্ষে মোবাইলের স্কিনের ১ পেজ হতে হবে।

(৬) পোস্টগুলো টেকনোলজি, এন্ড্রোয়েড টিপস, লাইফস্টাইল, কম্পিউটার টিপস। এসই বিষয়ের লেখার সাইটে গুগল তাড়াতাড়ি রেসপন্স করে।

(৭) সাইটে কখনোই হ্যাকিং পোস্ট করে সাবমিট করবেন না।


কিছু ভুল ধারণাঃ

অনেকেই মনে করেন সাইটের বয়স ৩ মাসের বেশি হতে হবে।

টপলেভেল ডোমেইন এ্যাড করলে তার বয়স ১ মাসের বেশি হতে হবে।

সাইটে প্রতিদিন ৫০+ ভিজিটর আসতে হবে।

আজকের মত এখানেই  শেষ করছি কথা হবে আবার অন্য কোন পোষ্টে।  সবাই ভালো থাকবেন এবং BDMag24.Com  এর সাথেই থাকবেন। 

আমাদের ফেসবুক পেইজ=====>> BDMag24.Com

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.